খাদের কিনারে দক্ষিণ আফ্রিকা


ই-বার্তা প্রকাশিত: ৩১শে জুলাই ২০১৭, সোমবার  | দুপুর ১২:১২ ক্রিকেট

ই-বার্তা।। চতুর্থ ইংনিসে আফ্রিকার সামনে ৪৯২ রানের লক্ষ্য। এত রান তারা করে এর আগে কেউ ম্যাচ জিতেনি! জিততে হলে গড়তে হবে বিশ্ব রেকর্ড। বিশ্ব রেকর্ড দূরের কথা অন্যদিকে ইংলান্ডের বোলারদের সামনে ১১৭ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছে দক্ষিণ আফ্রিকা।

৪৯২ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই কুনকে হারায় দক্ষিণ আফ্রিকা। ব্যক্তিগত ১১ রান করে ব্রডের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন এই ওপেনার। এরপর দ্রুত আমলাকে ফিরিয়ে দেন অভিষেকে পাঁচ উইকেট নেওয়া পেসার টবি রোল্যান্ড-জোন্স। দলীয় ৫৪ রানে স্টোকসের পরপর দুই বলে ডি কক ও ডু প্লেসি সাজঘরে ফিরলে বিপদে পড়ে প্রোটিয়া শিবির। তবে বাকি সময়ে ৬৫ রানের জুটি গড়ে এলগার ও বাভুমা ক্ষতি হতে দেননি।

জয়ের জন্য দরকার আরও ৩৭৫ রান। ড্র করতে হলে বাকি ৬ উইকেট নিয়ে ব্যাটিং করতে হবে পুরোটা দিন।

সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ৩য় টেস্ট

ইংল্যান্ড ১ম ইনিংস: ৩৫৩ ও ২য় ইনিংস ৩১৩/৮ ডি

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ১৭৫ ও ১১৭/৪
পঞ্চম দিনের খেলা বাকি

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ