৪০ হাজার যাত্রীর হজ্জ যাত্রা অনিশ্চিত


ই-বার্তা প্রকাশিত: ১লা আগস্ট ২০১৭, মঙ্গলবার  | দুপুর ০১:০০ অন্যান্য

ই-বার্তা ।। পরিবহন সংকট ও ভিসা জটিলতার কারণে অন্তত ৪০ হাজার হজযাত্রীর যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। মঙ্গলবার দুপুরে রাশেদ খান মেনন আশকোনায় মাসব্যাপী হজযাত্রীদের বিশেষ সেবা কার্যক্রম পরিদর্শন কালে এ কথা জানান।

এর আগে পর্যাপ্ত যাত্রী না থাকায় বেশ কয়েকটি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে। অনেক যাত্রীর পাসপোর্ট এখনও হাতে পায়নি হজ অফিস। টিকেট পেয়েও ভিসা জটিলতায়, জেদ্দা যেতে পারেননি সাত হাজারের বেশি। এ নিয়ে আশকোনার হজক্যাম্পে তৈরি হয়েছে উদ্বেগ।

হজ এজেন্সিগুলোর সংগঠন হাব বলছে, এবার পাসপোর্টের সঙ্গে আলাদা কাগজে ই-ভিসা দিচ্ছে দূতাবাস। এতে সার্ভার জটিলতায় সময় লাগছে বেশি।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ