৪ বছরে বার্সাকে যা দিয়েছে নেইমার


ই-বার্তা প্রকাশিত: ৩রা আগস্ট ২০১৭, বৃহঃস্পতিবার  | বিকাল ০৪:৩৫ ফুটবল

ই-বার্তা।। দল বদলের ইতিহাসে সব রেকর্ড চুরমার করে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দিচ্ছেন নেইমার। এর আগে ২০১৩ সালে দেশীয় ক্লাব সান্তোস থেকে কাতালান ক্লাবটিতে আসে এই ব্রাজিরিয়ান তারকা। সেদিন ব্রাজিলীয়ান তারকাকে স্বাগতম জানাতে ন্যু ক্যাম্পে হাজির হয়েছিল রেকর্ড পরিমাণ সাড়ে ৫৬ হাজার দর্শক

সময়ের সাথে সাথে নিজেকে নিয়ে গেছেন আরো উচু পর্যায়ে, হয়েছেন পরিপক্ব। আরো ধারালো। বর্তমান বিশ্বের সেরা ফুটবলাদের মধ্যে তিনি একজন। ২০১৫ সালের বর্ষসেরা ফুটবলার হওয়ার লড়াইয়ে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর পাশেই ছিল নেইমারের নাম।

২০১৩ সালে বার্সাতে আসার পর কেটে গলে চার বছর। সব কিছু মিলে বার্সাকে ভালোই দিয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা। বার্সার হয়ে খেলেছেন ১৮৬ ম্যাচ। গোল করেছেন ১০৫ টি। মেসি, সুয়ারেজের সঙ্গে একবার চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ, দু বার লা লিগা এবং তিন বার স্প্যানিশ কাপসহ মোট আটটি শিরোপা জিতেছেন নেইমার।

সর্বশেষ সংবাদ

ফুটবল এর আরও সংবাদ