ইনজুরি থেকে ফিরেই রাহুলের রেকর্ড স্পর্শ


ই-বার্তা প্রকাশিত: ৩রা আগস্ট ২০১৭, বৃহঃস্পতিবার  | বিকাল ০৫:০৬ ক্রিকেট

ই-বার্তা।। ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ছিলেন না লোকেশ রাহুল। সুস্থ হয়ে দ্বিতীয় টেস্টে ফিরেছেন। আর একাদশে ফিরেই টানা ষষ্ঠ হাফসেঞ্চুরিতে স্পর্শ করলেন রেকর্ড ভারতীয় এই অপেনার।

বৃহস্পতিবার কলম্বোতে টেস্টের প্রথম দিন সকালের সেশনে ৭২ বলে ৫০ রান করেন রাহুল। ক্যারিয়ারের অষ্টম হাফসেঞ্চুরি তিনি পেয়েছেন। লাঞ্চের কিছুক্ষণ পর চেতেশ্বর পূজারার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন ৫৭ রানে।

টেস্ট ইতিহাসে মাত্র দুজন ভারতীয় টানা ছয় ইনিংসে হাফসেঞ্চুরি করেছেন- গুন্ডাপ্পা বিশ্বনাথ ১৯৭৭-৭৮ মৌসুমে এ কীর্তি গড়েন, আর ২০ বছর আগে সর্বশেষ করেছিলেন রাহুল দ্রাবিড়।

টানা সাত ইনিংস হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন ৫ জন- ওয়েস্ট ইন্ডিজের স্যার এভারটন উইকস ও শিবনারায়ন চন্দরপল, জিম্বাবুয়ের এন্ডি ফ্লাওয়ার, শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ও অস্ট্রেলিয়ার ক্রিস রজার্স। এবার দ্বিতীয় ইনিংসে ৫০ করতে পারলে তাদের তালিকায় চলে আসবেন রাহুল।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ