অবশেষে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া


ই-বার্তা প্রকাশিত: ৩রা আগস্ট ২০১৭, বৃহঃস্পতিবার  | বিকাল ০৩:০১ ক্রিকেট

ই-বার্তা।। অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের সঙ্গে আর্থিক বিষয় নিয়ে যে বিবাদ ছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার সেটা মিটে গেছে। যার ফলে নির্ধারিত সময়েই বাংলাদেশ আসছে অজি ক্রিকেট দল।

কয়েক দিন ধরে আলোচনা চলছিল। অবশেষে বৃহস্পতিবার মেলবোর্নে চূড়ান্ত দফা মুখোমুখি আালোচনায় মিলিত হন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সান্ডারল্যান্ড ও এসিএ এর প্রতিনিধি অ্যালেস্টার নিকোলসন। আর এ বৈঠকে পুরোপুরি মতৈক্যে পৌঁছে দুই পক্ষ। আজ বিকালেই আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে এ ব্যাপারে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইট জানাচ্ছে, বিবাট মিটে যাওয়ায় এখন নির্ধারিত সময়েই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আগামী সপ্তাহে বাংলাদেশ সফরের প্রস্তুতি ক্যাম্প শুরু করবেন অজি ক্রিকেটাররা।

সফরে দুই টেস্ট খেলতে ১৮ আগস্ট বাংলাদেশ সফরে আসবে ওজিরা। ২২-২৪ আগস্ট ফতুল্লায় প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ২৭-৩১ আগস্ট ঢাকায় প্রথম টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এরপর ৪-৮ সেপ্টেম্বর চট্টগ্রামে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ