মঈনের ব্যাটে শক্ত অবস্থানে ইংল্যান্ড


ই-বার্তা প্রকাশিত: ৭ই আগস্ট ২০১৭, সোমবার  | দুপুর ১২:১৯ ক্রিকেট

ই-বার্তা।। মঈন আলীর ব্যাটের উপর ভর করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ টেস্টে শক্ত অবস্থানে রয়েছে ইংলান্ড। তৃতীয় দিন বৃষ্টিতে খেলা শেষ হওয়ার আগে দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হাতে রেখে ৩৬০ রানের রানের লিড পেয়েছে ইংলিশরা। ইতিহাস বলছে ওল্ড ট্র্যাফোর্ডে এর আগে ২৯৪ রানের বেশি তাড়া করে জেতেনি কোনো দল। ৮ উইকেটে ২২৪ রান নিয়ে সোমবারের খেলা শুরু করবে তারা।

আগের দিন ৯ উইকেট হারিয়ে ২২০ রান করা দক্ষিণ আফ্রিকা রবিবার সকালে সুবিধা করতে পারেনি। মাত্র ৬ রান যোগ করে অলআউট হয় প্রোটিয়ারা। স্টুয়ার্ট ব্রডের বলে জনি বেয়ারস্টোর হাতে ক্যাচ দেন তাদের শেষ ব্যাটসম্যান দুয়ান্নে অলিভিয়ের (৪)। ইংল্যান্ডের ৩৬২ রানের জবাবে ২২৬ রানে থামে দক্ষিণ আফ্রিকা।

প্রথম ইনিংসে ব্রডের ঝুলিতে যায় তিন উইকেট। সবচেয়ে বেশি ৪ উইকেট নেন জেমস অ্যান্ডারসন।

১৩৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ের শিকার হয় ইংল্যান্ড। ৭২ রানে ৪ উইকেট হারায় তারা। বেন স্টোকসের সঙ্গে ৫৭ রানের জুটি গড়ে ওই ধাক্কা সামলান জো রুট। অলিভিয়েরের কাছে বোল্ড হওয়ার আগে ১০৬ বলে ৬ চারে ৪৯ রান করেন স্বাগতিক অধিনায়ক।

২৪ রানে ৩ উইকেট হারিয়ে আবার বিপদে পড়ে স্বাগতিকরা। এবার হাল ধরেন মঈন আলী। টোবি রোল্যান্ড-জোন্সকে নিয়ে ৫৮ রানের জুটি গড়েন তিনি। জোন্স আউট হলে ২১১ রানে ৮ উইকেটের পতন ঘটে ইংলিশদের। এখনও দলের হাল মঈনের হাতে, ৬৭ রানে অপরাজিত তিনি। বৃষ্টিতে দিন শেষ হওয়ার আগে ব্রড ৫ বল খেলে রানের খাতা খুলতে পারেননি।

অলিভিয়ের ৩টি উইকেট নেন। দুটি করে পেয়েছেন মরনে মরকেল ও কাগিসো রাবাদা।

সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড: ৩৬২ ও ২২৪/৮
মঈন ৬৭*
ব্রড ০ *

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ২২৬

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ