সহজেই থামছে না বৃষ্টি


ই-বার্তা প্রকাশিত: ১২ই আগস্ট ২০১৭, শনিবার  | দুপুর ০১:৪৬ অন্যান্য

ই-বার্তা ।। সক্রিয় মৌসুমী বায়ু বাংলাদেশের উপর এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করায় সারাদেশে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর

অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে বলে যানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এছাড়া বৃষ্টির কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের
সম্ভাবনা রয়েছে।

এদিকে বিশেষ বার্তায় পরবর্তী ৭২ ঘণ্টায় (তিনদিন) আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়, বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে বলা হয়েছে।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ