শেষ বিকেলে শ্রীলঙ্কার স্বস্তি


ই-বার্তা প্রকাশিত: ১২ই আগস্ট ২০১৭, শনিবার  | রাত ০৮:৩৮ ক্রিকেট

ই-বার্তা।। দিনের শুরুতে মনে হচ্ছিল আগের দুই ম্যাচের মত তৃতীয় টেস্টেও নাকানিচুবানি খাবে শ্রীলঙ্কা। কিন্তু শেষ বিকেলে খেলাই ফিরলে কিছুটা স্বস্বি পায় স্বাগতিকরা। প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ৩২৯ রান।

পাল্লেকেলে টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে বিনা উইকেটেই ১৮৮ রান তুলে শুরুটা ভালো করে ভারতীয় দুই অপেনার শিখর ধাওয়ান ও লোকেশ রাহুল। ১১৯ রানে ধাওয়ান আর ৮৫ রানে লোকেশ রাহুলকে ফিরিয়ে দিয়েই স্বাগতিক শ্রীলঙ্কাকে খেলায় ফিরিয়ে আনেন বামহাতি স্লো অর্থোডক্স মালিন্দা পুষ্পকুমারা এবং লক্ষ্মণ সান্দাকান। যদিও লঙ্কান স্পিনারদের কিছুক্ষণের জন্য ঠেকিয়ে রাখতে পেরেছিলেন বিরাট কোহলি। ৮৪ বল খেলে তিনি করেন ৪২ রান। যদিও লক্ষ্মণ সান্দাকানের বলে আউট হয়ে ফিরে যেতে হলো তাকে।

রবিচন্দ্র অশ্বিনও হাল ধরার চেষ্টা করেছিলেন ভারতীয় ইনিংসের। কিন্তু বাম হামি মিডিয়াম পেসার বিশ্ব ফার্নান্দোর বলে তিনিও ফেরেন সাজঘরে। প্রথম দিন শেষে স্কোরবোর্ডে ভারতের রান খারাপ নয়, ৩২৯। কিন্তু উইকেট যে হারিয়ে ফেলেছে তারা! ভারতের ৬জন ব্যাটসম্যান ফিরে গেলেন সাজঘরে।

মালিন্দা পুষ্পকুমারা নেন ৪০ রানে ৩ উইকেট। লক্ষ্মণ সান্দাকান নেন ৮৪ রানে ২ উইকেট। বিশ্ব ফার্নান্দো নেন ১ উইকেট।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ