সুস্থ হয়ে অনুশীলনে মাশরাফী


ই-বার্তা প্রকাশিত: ৯ই আগস্ট ২০১৭, বুধবার  | বিকাল ০৩:৪৮ ক্রিকেট

ই-বার্তা। অস্টেলিয়া বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে চট্রগ্রামের অনুশীলনের ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট দল। গত ০৫ আগস্ট, ঠিক তখনই খবর গেল অসুস্থ বোধ করছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। খবর শুনেই ম্যাশের জন্য দোয়া চান দলের অন্য ক্রিকেটাররা। শেষমেশ সুস্থ হয়ে মাঠে ফিরলেন ম্যাশ। বিশ্রাম শেষ করে আজ মিরপুরে আসেন মাশরাফী। জিমনেশিয়ামে বেশ কিছুক্ষণ অনুশীলনও করেছেন।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে ক্রিকেটের এই ফরম্যাটকে বিদায় বলে দেন মাশরাফী। এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ ক্রিকেটকে রাঙাচ্ছেন মাশরাফী। হয় ব্যাটে না হয় বলে। ২০০৬ সালে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় তার।

দেশের জার্সিতে ৫৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মাশরাফী। বল হাতে শিকার করেছেন ৪২টি উইকেট। ব্যাট হাতে ৩৯ ইনিংসে করেছেন ৩৭৭ রান। সর্বোচ্চ ৩৬। অপরাজিত ছিলেন ১১ বার। টি-টোয়েন্টিতে রেকর্ড ২৮টি ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফী। তার নেতৃত্বে লাল-সবুজের দেশটি জিতেছে ১০টি ম্যাচ। যেটা অধিনায়ক হিসেবে কোনো বাংলাদেশির সর্বোচ্চ সাফল্য।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ