গণতন্ত্রকে ধ্বংস করতে সরকার নতুন ষড়যন্ত্র শুরু করেছে


ই-বার্তা প্রকাশিত: ১৩ই আগস্ট ২০১৭, রবিবার  | বিকাল ০৩:৫৬ রাজনীতি

ই-বার্তাপ্রধান বিচারপতির বাড়িতে ওবায়দুল কাদের নৈশভোজ করায় বিস্ময় প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমের বরাত দিয়ে তিনি বলেন, ‘আমরা উদ্বিগ্ন ও শঙ্কিত। গতকাল (শনিবার) রাতে প্রধান বিচারপতি এসকে সিনহার বাসায় গিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে তিনি নৈশভোজ করেছেন। এতে আমরা (বিএনপি) বিস্মিত হয়েছি। এরাই (আওয়ামী লীগ) প্রধান বিচারপতির উদ্দেশে সন্ত্রাস ও সংঘাতের ভাষায় কথা বলেছেন।’

রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এ আয়োজন করেছিল জাতীয়তাবাদী ছাত্রদল।

ষোড়শ সংশোধনীর রায় পরিবর্তনের জন্য বিচারপতি ও বিচার বিভাগের ওপর আওয়ামী লীগ চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘বিচার বিভাগের ওপর চাপ প্রয়োগ না করে রাজপথে আসুন। বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করুন।’

ষোড়শ সংশোধনী বাতিল নিয়ে আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে তিনি বলেন, ‘সরকার ও আওয়ামী লীগের নেতারা প্রধান বিচারপতি এবং বিচার বিভাগ সম্পর্কে যেভাবে কথা বলছেন সেটা কোনও রাজনৈতিক ভাষা নয়। এ ভাষা হচ্ছে সন্ত্রাস ও সহিংসতার। অবশ্য এই ভাষায় কথা বলা তাদের চরিত্রও বটে।’

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘গণতন্ত্রকে ধ্বংস করতে সরকার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। এ থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।’

মিলাদ-মহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী,যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ঢাকা মহানগর (দক্ষিণ) যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল প্রমুখ।

সর্বশেষ সংবাদ

রাজনীতি এর আরও সংবাদ