বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ লাখ ৮৬ হাজার মানুষ


ই-বার্তা প্রকাশিত: ১৪ই আগস্ট ২০১৭, সোমবার  | দুপুর ০২:১৭ রাজনীতি

ই-বার্তা ।। ২০ জেলার ৩৫৬টি উপজেলা বন্যায় প্লাবিত হয়েছে। আর এতে ৫ লাখ ৮৬ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

সোমবার দুপুরে চলমান বন্যা পরিস্থিতির প্রেক্ষাপটে রাজধানীর মহাখালীতে এক সংবাদ সম্মেলনে ত্রাণমন্ত্রী এ কথা বলেন। আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছি। এবার বন্যা মোকাবিলায় দিনরাত কাজ করা হচ্ছে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, এখন পর্যন্ত ৯০টি পয়েন্টের মধ্যে ২৭টি পয়েন্টে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেট, সুনামগঞ্জ, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, বগুড়া, সিরাজগঞ্জ, নেত্রকোনা, খাগড়াছড়ি ও রাঙামাটিসহ ২০ জেলার ৩৫৬টি উপজেলার ৩৫৮টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। ইতোমধ্যে ৯৭৩টি আশ্রয়কেন্দ্রে ৩ লাখ ৬৮ হাজার ৫৮৬ জন লোক আশ্রয় নিয়েছেন।

ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫ লাখ ৮৬ হাজার বলেও জানান মায়া।

মায়া বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এবং মাঠ পর্যায়ের সব কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বন্যার এই চরম পরিস্থিতিতে বিএনপির ‘রাজনীতির’ সমালোচনাও করেছেন মায়া।

সর্বশেষ সংবাদ

রাজনীতি এর আরও সংবাদ