বন্যা পরিস্থিতির আরও অবনতি


ই-বার্তা প্রকাশিত: ১৬ই আগস্ট ২০১৭, বুধবার  | বিকাল ০৪:১৭ অন্যান্য

ই-বার্তা ।। বন্যা পরিস্থিতির অবনতির পাশাপাশি এখন পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছেন প্রায় ৩২ লাখ ৮৭ হাজার মানুষ। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে। অন্যদিকে বন্যা কবলিত ২১ জেলায় ১ লাখ ৭২ হাজার ২১৭ হেক্টর ফসলের ক্ষতি হয়েছে।

বুধবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিবের চলতি দায়িত্বে থাকা মো. গোলাম মোস্তফা সাংবাদিকের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।

তবে গোলাম মোস্তফা ৩৭ জনের মৃত্যুর খবর জানালেও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, গত তিন দিনে বিভিন্ন স্থানে বন্যার পানিতে ডুবে ৫০ জনের মৃত্যু হয়েছে।

গোলাম মোস্তফা জানান, প্রায় ৭ লাখ ৫২ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে বন্যার্তদের আশ্রয়ের জন্য ১ হাজার ৫৯৯টি আশ্রয়কেন্দ্রও খোলা হয়েছে। এগুলোতে আশ্রয় নেয়া মানুষের সংখ্যা ৪ লাখ ১১ হাজার।

তবে পরিস্থিতি মোকাবেলায় সরকারের প্রস্তুতি রয়েছে জানিয়ে এ কর্মকর্তা বলেন, বন্যা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে। ইতিমধ্যে ৯ আগস্ট থেকে এ পর্যন্ত ৩ হাজার ২৫৫ মেট্রিক টন চাল দেয়া হয়েছে। নগদ অর্থ দেয়া হয়েছে প্রায় ১ কোটি ৩২ লাখ। আর ১৬ হাজার প্যাকেট শুকনো খাবার দেয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ