যেকোনো মূল্যে কোরীয় উপদ্বীপে যুদ্ধ প্রতিহত করা হবে : মুন


ই-বার্তা প্রকাশিত: ১৭ই আগস্ট ২০১৭, বৃহঃস্পতিবার  | বিকাল ০৫:০৭ এশিয়া

ই-বার্তা।। যেকোনো মূল্যে কোরীয় উপদ্বীপে যুদ্ধ প্রতিহত করবেন বলে মন্তব্য কনের, দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট মুন জায়ে ইন। উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চরম উত্তেজনা সত্ত্বেও তিনি এ কথা বলেছেন

আজ বৃহস্পতিবার দায়িত্বগ্রহের ১০০ দিন পূর্তিতে এক সংবাদ সম্মেলনে মুন বলেন, কোরীয় যুদ্ধের ধ্বংসযজ্ঞ থেকে দেশকে পুনর্গঠন করতে দক্ষিণ কোরীয়রা কঠোর পরিশ্রম করে যাচ্ছে।

এ সময় তিনি বলেন, কোরীয় উপদ্বীপে কোনো যুদ্ধ হবে না। তিনি আরো বলেন, আমি চাই সব দক্ষিণ কোরীয় বিশ্বাস করুক কোনো যুদ্ধ হবে না।

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ