বক্তব্যে “হিন্দুস্তান” বলাই মোদির বিরুদ্ধে মামলা


ই-বার্তা প্রকাশিত: ১৭ই আগস্ট ২০১৭, বৃহঃস্পতিবার  | বিকাল ০৫:৪৪ এশিয়া

ই-বার্তা।। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে জনস্বার্থে মামলা দায়ের করেছেন দেশটির মহারাষ্ট্র রাজ্যের এক আইনজীবী। গত ১৫ আগস্ট ভারতের ৭১তম স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণে সংবিধানবিরোধী শব্দ থাকার অভিযোগ এনে মামলাটি করা হয়েছে।

জানা যায়, মহারাষ্ট্রের বাসিন্দা রামা বিট্টলরাও কালে নামের এক আইনজীবী মোদির বিরুদ্ধে মামলাটি করেন। মামলার আবেদনে তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী তাঁর ভাষণে হিন্দুস্তান শব্দটি ব্যবহার করেছিলেন, যেটা ভারতের সংবিধানবিরোধী কাজ।

রামা বিট্টলরাও কালে দাবি করেন, ভারতীয় সংবিধানের ১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, ভারতকে ভারত বা ইন্ডিয়া বলা যায়। সংবিধানের কোথাও হিন্দুস্তান শব্দটি নেই। তাই ভাষণে হিন্দুস্তান শব্দটি ব্যবহার করা যায় না।

ওই আইনজীবী বলেন, ভারতের প্রধানমন্ত্রী হিসেবে সংবিধান রক্ষার দায় রয়েছে নরেন্দ্র মোদির। তিনি ভাষণে হিন্দুস্তান শব্দটি উচ্চারণ করায় মানুষের ভাবাবেগে আঘাত লাগতে পারে। এ কারণেই মোদির বিরুদ্ধে জনস্বার্থ মামলা করেছেন তিনি।

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ