কৃত্রিম আলোয় ক্ষতিগ্রস্থ নারীরা !


ই-বার্তা প্রকাশিত: ১৯শে আগস্ট ২০১৭, শনিবার  | দুপুর ০১:৪৮ লাইফ

ই-বার্তা ।। আধুনিক জীবন মানেই বাড়ি,কর্মক্ষেত্র,সব খানেই ঝাঁ চকচকে, চোখ ধাঁধানো আলো । কিন্তু কখনো ভেবে দেখেছেন কি এই আলোই করতে পারে আপনার ভয়াবহ সর্বনাশ ?


সাম্প্রতিক গবেষণা অন্তত ইঙ্গিত দিচ্ছে এমনটাই।
হার্ভার্ড টি.এইচ চান স্কুল অব পাবলিক হেল্থ-এর একটি গবেষণা জানাচ্ছে, যে সমস্ত মহিলারা বিশেষত রাতে কৃত্রিম আলোর মধ্যে বসে কাজ করেন তাঁদের মধ্যে বাড়ছে স্তন ক্যানসারের ঝুঁকি। গবেষণার জন্য উপগ্রহের পাঠানো তথ্যের উপরও নির্ভর করেছেন বিশেষজ্ঞরা।


রাতে যেসব এলাকায় বেশি আলো জ্বলে, সেই সব জায়গা বেছে নিয়ে সেখানকার অফিসের মহিলাদের উপরে পরীক্ষা চালানো হয়েছে। পাশাপাশি মহিলাদের আর্থ-সামাজিক অবস্থানের উপরেও নজর রাখা হয়েছে এই পরীক্ষা চালানোর সময়।


দেখা গিয়েছে, যে সমস্ত মহিলারা কৃত্রিম আলোর মধ্যে বেশি সময় কাটান তাঁদের ক্ষেত্রে স্তন ক্যানসারের প্রবণতা অন্যদের তুলনায় ১৪ শতাংশ বৃদ্ধি পায়। তবে বেশির ভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে, কৃত্রিম আলোতে স্তন ক্যানসার সেই সব মহিলাদেরই হয়েছে যাঁরা প্রিমেনোপজাল স্টেজে রয়েছেন। অথবা যাঁরা এক সময় ধূমপান করতেন, বা এখনও করেন।


সর্বশেষ সংবাদ

লাইফ এর আরও সংবাদ