মুমিনুলকে বাদ দেওয়ার কারণ


ই-বার্তা প্রকাশিত: ১৯শে আগস্ট ২০১৭, শনিবার  | বিকাল ০৫:৫০ ক্রিকেট

ই-বার্তা।। ব্যাট হাতে কয়েকটা ম্যাচে ছন্দে নেই মুমিনুল হক। যার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘোষিত প্রথম টেস্টে দলে জায়গা হয়নি তার। পাশাপাশি দল থেকে বাদ পরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর বলেন, বাজে ফর্মের কারণেই মাহমুদউল্লাহ ও মুমিনুলকে বাদ দেওয়া হয়েছে। গত জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সে খুবই বাজে ফর্মে রয়েছে। সবার সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই কারণে বাদ দেওয়া হয়েছে মাহমুদউল্লাকেও।

মুমিনুল শেষ জানুয়ারি থেকে শ্রীলঙ্কা সিরিজ পর্যন্ত ৬ ইনিংসে মাত্র একটি ফিফটি করেছে। তাছাড়া তিন নম্বরে আমরা সৌম্য অথবা ইমরুলকে তার চেয়ে এগিয়ে রাখছি। তাকে হয়তো প্রথম টেস্টে রাখা হয়নি। দ্বিতীয় টেস্ট কিংবা সাউথ আফ্রিকা সিরিজে ডাকা হতে পারে।’অভিমত প্রধান নির্বাচকের।

এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে মাহমুদউল্লাহ রিয়াদ ও মুমিনুল হকের জায়গা না হলেও প্রস্তুতি ম্যাচের দলে দুই জনকেই রেখেছেন নির্বাচকরা। মূল মঞ্চে মাঠে নামার আগে ওজিদের বিপক্ষে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশ।

বিগত কয়েক বছর আসবে আসবে বলেও বেশ কয়েকটা সফর বাতিল করে ওজিরা। ২০১৫ সালে নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ সফর বাতিল করে অস্ট্রেলিয়া। এছাড়া ২০১১ সালে বাংলাদেশ সফর করে অস্ট্রেলিয়া। সেবার এফটিপিতে পূর্ণাঙ্গ সিরিজ থাকলেও শুধু তিনটি ওয়ানডে খেলেই দেশে ফেরত যায় দলটি।

উল্লেখ্য, সবকিছু ঠিকঠাক থাকলে ২২-২৪ আগস্ট ফতুল্লা কিংবা বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ২৭-৩১ আগস্ট ঢাকায় প্রথম টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এরপর ৪-৮ সেপ্টেম্বর চট্টগ্রামে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ