নতুন পদ্ধতিতে গম চাষে সাফল্য


ই-র্বাতা প্রকাশিত: ৮ই এপ্রিল ২০১৭, শনিবার  | দুপুর ০২:১৬ বাণিজ্য

ই-বার্তা প্রতিবেদক।। দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগ বিভিন্ন ফল ফসলে ম্যাজিক গ্রোথ বা তরল সার পরীক্ষামূলকভাবে ব্যবহার শুরু করেছে।
গম ও বোরো ধানে তরল সার ব্যবহার করে ইতোমধ্যেই ভালো পাওয়া ফল পাওয়া গেছে।

এই তরল সার মিশ্রিত বীজ গম বপন ও ফসলে স্প্রে করায় উৎপাদন খরচ কমে গেছে। সাশ্রয় হয়েছে ৪০ভাগ ইউরিয়া সার। ফসল উৎপাদনও বেড়েছে ২০ ভাগ।

বীজ ফার্টিলাইজেশনের নতুন পদ্ধতিতে গম চাষ করে সফল হয়েছে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগ। এতে ইউরিয়া সারের যেমনি সাশ্রয় হচ্ছে, তেমনি ফলনও পাওয়া যাচ্ছে বেশি।

বিএডিসি’র রাজশাহী অঞ্চলের সার বিভাগের যুগ্ম পরিচালক আরিফ হোসেন খান তরল সার ম্যাজিক গ্রোথ উদ্ভাবন করেন।

তরল সারের উদ্ভাবক আরিফ হোসেন খান জানান, গম চাষের ক্ষেত্রে এ পদ্ধতি এ দেশে নতুন হলেও অস্ট্রেলিয়া এবং কানাডায় এ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে আরো আগে থেকে।

সর্বশেষ সংবাদ

বাণিজ্য এর আরও সংবাদ