জয়ের হাত ধরে পেপল ১৯ অক্টোবর থেকে বাংলাদেশে


ই-বার্তা প্রকাশিত: ৯ই অক্টোবর ২০১৭, সোমবার  | বিকাল ০৪:১৭ বাণিজ্য

ই-বার্তা ।। ২০১১ সালে বাংলাদেশে পেপল আসার কথা থাকলেও এতোদিন তার বাস্তবায়ন হয়নি। অবশেষে সে অপেক্ষার অবসান হতে যাচ্ছে। শিগগিরই অনলাইনে অর্থ লেনদেনের সুযোগ পেতে যাচ্ছে বাংলাদেশ।

পেপল বাংলাদেশে চালু হচ্ছে আগামী ১৯ অক্টোবর। প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বাংলাদেশ আইসিটি এক্সপো-২০১৭’র দ্বিতীয় দিন পেপল সেবা উদ্বোধন করবেন।

এ তথ্য নিশ্চিত করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। জানা গেছে, সোনালী-রূপালী ব্যাংকসহ নয়টি ব্যাংকে পেপল সেবা পাওয়া যাবে।

বাংলাদেশ পেপল সেবা চালুর বিষয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। এ বিষয়ে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক গণমাধ্যমকে বলেছিলেন, ফ্রিল্যান্সারদের দীর্ঘদিনের দাবি পেপলকে বাংলাদেশে নিয়ে আসা। এ বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে ও তত্ত্বাবধানে আমরা দীর্ঘদিন ধরে পেপলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।

সর্বশেষ সংবাদ

বাণিজ্য এর আরও সংবাদ