ফেনীতে ভুল চিকিৎসায় মা সহ নবজাতকের মৃত্যু


ই-বার্তা প্রকাশিত: ২৪শে আগস্ট ২০১৭, বৃহঃস্পতিবার  | বিকাল ০৫:৫৫ চট্টগ্রাম

ই-বার্তা ।। একটি বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় নবজাতক ও তার মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর হাসপাতালটি তালাবদ্ধ করে পালিয়ে যায় কর্তৃপক্ষ। পরে অভিযান চালিয়ে আটকে পড়া ১১ রোগীকে উদ্ধার করে অন্য হাসপাতালে পাঠান সিভিল সার্জন। পাশাপাশি হাসপাতালটির কার্যক্রম বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন।

পুলিশ ও স্বজনরা জানান, ফেনীর ফুলগাজী উপজেলার বসিকপুর গ্রামের হারুনুর রশিদের স্ত্রী মুক্তা আক্তারকে গতরাত দেড়টার দিকে জেলা শহরের মিশন ক্লিনিকে ভর্তি করা হয়। তাৎক্ষণিকভাবে কোনো চিকিৎসক না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ, নার্স ও আয়াদের মাধ্যমে চিকিৎসা চালায়।

তাদের ভুল চিকিৎসায় ভোর ৪টার দিকে রোগী মুক্তা আক্তার ও নবজাতক সন্তানের মৃত্যু হয় বলে অভিযোগ করেন স্বজনরা। পরে সেখান থেকে নিহতদের লাশ ফেনী আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর মিশন হাসপাতাল তালাবদ্ধ করে পালায় কর্তৃপক্ষ।

খবর পেয়ে হাসপাতালটির তালা ভেঙ্গে আটকে পড়া ১১ রোগীকে উদ্ধার করে সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠান সিভিল সার্জন। পাশাপাশি হাসপাতালটির কার্যক্রম বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন।

নিহত মুক্তা আক্তারের তামিম নামে ৫ বছরের একটি ছেলে সন্তান রয়েছে এবং তার স্বামী ওমান প্রবাসী।

সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম এর আরও সংবাদ