সীমান্তে ১০০ কিলোমিটার কাঁটাতারের বেড়া দিবে পাকিস্তান


ই-র্বাতা প্রকাশিত: ৮ই এপ্রিল ২০১৭, শনিবার  | বিকাল ০৪:২৩ এশিয়া

ই-বার্তা প্রতিবেদক।। পাকিস্তানের নিরাপত্তা সংক্রান্ত নতুন তৎপরতার অংশ হিসেবে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত ডুরান্ড লাইনের ১০০ কিলোমিটার জুড়ে কাঁটাতারের বেড়া দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ।

পাকিস্তানের নিরাপত্তাবিষয়ক শীর্ষস্থানীয় এক কর্মকর্তা সময়ে এ তথ্য দিয়েছেন। তিনি আরো জানান, চলতি বছরে এ পর্যন্ত আফগান সীমান্তের ৩৬টি স্থান থেকে পাকিস্তানের ভেতরে হামলা চালানো হয়েছে। গত বছরের একই সময়ে ৮৫টি স্থান থেকে এ রকম হামলা চালানো হয়েছিল।

প্রথম পর্যায়ে ডুরান্ড লাইনের ১০০ কিলোমিটার জুড়ে কাঁটাতারের বেড়া দেয়া হবে বলে জানান তিনি। পাকিস্তান-আফগান সীমান্ত পথে সন্ত্রাসীদের অবাধ চলাচল নিয়ন্ত্রণের বিষয়টি এখনো গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে বিবেচিত হচ্ছে।
এছাড়া চলতি বছরে পাক-আফগানিস্তানের ৬৭টি সীমান্ত চৌকি তৈরি করবে পাকিস্তান।

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ