পানিতে ডুবে মারা গেলেন খালেদ মাসুদ পাইলটের বাবা


ই-বার্তা প্রকাশিত: ২৭শে আগস্ট ২০১৭, রবিবার  | বিকাল ০৩:৩১ ক্রিকেট

ই-বার্তা ।। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের বাবা শামসুল ইসলাম মোল্লা পুকুরে গোসল করতে নেমে মারা গেছেন। রবিবার রাজশাহীর সাগরপাড়া এলাকায় বাড়ির সামনের পুকুরে গোলস করার সময় তার মৃত্যু হয়, বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

জাতীয় দলের সাবেক ক্রিকেটার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, সকাল ১১টার দিকে শামসুল ইসলাম পুকুরে গোসল করতে যান। পরে অনেকক্ষণ না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে পানির নিচ থেকে মৃতদেহ উদ্ধার করে।
পাইলটের চাচাতো ভাই সোহেলও জানান, চাচা পুকুরে গোসল করতে গিয়ে অনেক দেরি করায় বাড়ির সামনের পুকুরে গিয়ে খোঁজ করা হয়। এসময় পানির নিচে তার মৃতদেহ পাওয়া যায়।

উল্লেখ্য, শামসুল ইসলাম মোল্লা সাবেক ফুটবলার ছিলেন, পাকিস্তান আমলে পাকিস্তান যুব দলের হয়ে রাশিয়ায় খেলেছেন। স্বাধীনতার পর বাংলাদেশ জাতীয় দলে না খেললেও মোহামেডান এবং আবাহনীর হয়ে খেলেছেন তিনি। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডাইরেক্টরও ছিলেন।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ