২৬০ রানে থামলো বাংলাদেশ


ই-বার্তা প্রকাশিত: ২৭শে আগস্ট ২০১৭, রবিবার  | বিকাল ০৫:৪৬ ক্রিকেট

ই-বার্তা।। ভালো হতে হতেও ভালো হলো না বাংলাদেশের প্রথম ইনিংস। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ২৬০ রানের অলআউট হয় টাইগাররা।

টসে জিতে ব্যাট করতে নেমে অজি বোলিংয়ের সামনে বিপাকে পরে বাংলাদেশ। দলীয় ১০ রানের মাথায় নেই তিন উইকেট। ব্যক্তিগত ৮ রানে সৌম্য ফিরে যাওয়ার পর ইমরুল কায়েস ও ছাব্বির রহমান কোন রান না করেই সাজঘোরে ফেরে।

দলের হাল ধরেন ব্যক্তিগত ৫০তম টেস্ট খেলতে নামা তামিম ইকবাল ও সাকিব আল হাসান। অভিজ্ঞ এই দুই ক্রিকেটারই টানেন দলকে। দুজনই তুলে নেন ফিফটি। তবে সেঞ্চুরি পেতে পারতেন। দুর্ভাগ্য তাদের। খুব কাছে গিয়েই তা অধরা রই। ব্যক্তিগত ৭১ রান তামিমের বিদায় হলে ভাঙ্গে ১৫৫ রানের জুটি। তখনও সাকিব আশা জাগিয়ে রেখেছিল। সাকির ৮১ রানে ফিরে গেলে আর কেউ দলের হাল ধরতে পারেনি। এর পরেই ১৮ রান করে ফিরে যান বাংলাদেশে দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিক। মাঝে নাসির আর মিরাজের জুটি পথ দেখাচ্ছিল। মিরাজ ১৮ রান ও নাসির ২৩ রানে আউট হলে বাংলাদেশ প্রথম ইনিংস নিভু নিভু করে। তাইজুল ৪ ও শফিউল ১৩ রান করে ফিরে গেলে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ