পৃথিবীর সবচেয়ে দামি অ্যান্ড্রয়েড ফোন ‘ল্যাম্বরগিনি আলফা-ওয়ান’


ই-বার্তা প্রকাশিত: ২৭শে আগস্ট ২০১৭, রবিবার  | বিকাল ০৫:২৩ স্মার্টফোন

ই-বার্তা ।। পৃথিবীর সবচেয়ে দামি অ্যান্ড্রয়েড ফোন এনেছে ইটালিয়ান অটোমোবাল কোম্পানি ল্যাম্বরগিনি। ফোনটির মডেল ‘ল্যাম্বরগিনি আলফা-ওয়ান’।

ল্যাম্বরগিনি কোম্পানিটি সারা পৃথিবীতে গাড়ি ব্যবসায়ী হিসেবে পরিচিত। কিন্তু তারা এখন মনোযোগ দিয়েছে মোবাইল ব্যবসার দিকে।

এ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তার মধ্যে বিজনেস ইনসাইডার থেকে পাওয়া তথ্য থেকে জানা যায়, ‘এই স্মার্টফোন সম্পূর্ণ ইতালীয় নকশায় তৈরি এবং এই ফোনের প্রযুক্তিও অত্যাধুনিক বলে জানিয়েছে ল্যাম্বরগিনি।’

এই ফোনের দাম $২,৪৫০ ডলার বা প্রায় ১ লাখ ৯৫ হাজার


টাকা)
ফোনটিতে ৫.৫ ইঞ্চির কোয়াড এইচডি অ্যামোলেড ডিসপ্লে। যার রেজুলেশন (১৪৪০ বাই ২৫৬০ পিক্সেল। ফোনটির রিয়ার ক্যামেরায় রয়েছে ২০ মেগাপিক্সেল ও ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সলের ক্যামেরা।

কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসর ব্যবহার করা হয়েছে এটিতে। – ৪ জিবি র‌্যামের ফোনটিতে ৬৪ জিবি ইন্টারনাল মেমরি স্টোরেজ রয়েছে যা ১২৮ জিবি পর্যন্ত এক্সটার্নাল মেমরি স্টোরেজ দিয়ে বাড়ানো যাবে।

ডুয়াল সিম সাপোর্ট করবে। নিরাপত্তার জন্য ফিঙ্গার প্রিন্ট স্ক্যানারতো থাকছেই। আর এ ফোনটি অ্যান্ড্রয়েড নুগাট ৭.০ এ চলবে।

সর্বশেষ সংবাদ

স্মার্টফোন এর আরও সংবাদ