সাকিব-তামিমদের র‌্যাংঙ্কিংয়ে উন্নতি


ই-বার্তা প্রকাশিত: ৩১শে আগস্ট ২০১৭, বৃহঃস্পতিবার  | বিকাল ০৪:০৬ ক্রিকেট

ই-বার্তা।। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসেই দুর্দান্ত ব্যাটিং করলেন তামিম ইকবাল। প্রথম ইনিংসে ৭১ রানের সঙ্গে দ্বিতীয় ইনিংসে ৭৮ রান করলেন বাংলাদেশের এই ওপেনার।
দুই ইনিংসে চমৎকার ব্যাটিং করে র‌্যাংঙ্কিংয়ে এগিয়ে এসেছেন তামিম ইকবাল। টেস্ট ২০তম অবস্থান থেকে ৬ ধাপ লাফ দিয়ে ক্যারিয়ার সেরা ১৪তম স্থানে উঠে আসলেন বাংলাদেশের এই ব্যাটসম্যান। সাকিব আল হাসান রয়েছেন ব্যাটসম্যানদের তালিকায় ১৭তম স্থানে।

টেস্ট বোলারদের র‌্যাংঙ্কিংয়ে এগিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ১৭তম স্থান থেকে ৩ ধাপ এগিয়ে তিনি এসেছেন ১৪তম স্থানে। টেস্ট বোলারদের র‌্যাংঙ্কিংয়ে এটাও সাকিবের সেরা র‌্যাংঙ্কিংয়। মিরপুর টেস্টের দুই ইনিংসে ১৫৩ রান দিয়ে ১০


উইকেট নিয়েছেন সাকিব। তাতেই উঠে এলেন ব্যক্তিগত সেরা র‌্যাংঙ্কিংয়ে।

সাকিবের সঙ্গে র‌্যাংঙ্কিংয়ে উন্নতি ঘটেছে মেহেদী হাসান মিরাজেরও। তিনি এখন রয়েছেন ৩০তম স্থানে। তাইজুল রয়েছেন ৩২তম স্থানে। বোলারদের র‌্যাংঙ্কিংয়ে শীর্ষস্থানটি ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজার দখলে। দ্বিতীয়স্থানে রয়েছেন জেমস অ্যান্ডারসন।

তবে ব্যাটিং কিংবা বোলিং নয়- অলরাউন্ডারদের র‌্যাংঙ্কিংয়ে সাকিব আল হাসান শীর্ষস্থানে নিজের অবস্থান আরও নিরঙ্কুশ করে নিয়েছেন। এমনিতেই ছিলেন শীর্ষে। তবে দ্বিতীয় স্থানে থাকা রবীন্দ্র জাদেজার সঙ্গে রেটিং পয়েন্ট বাড়িয়েছেন অনেক। দারুণ অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জয়ে অবদান রাখা সাকিবের রেটিং পয়েন্ট এখন ৪৯৮। জাদেজার রেটিং পয়েন্ট ৪৩০। তৃতীয় স্থানে রয়েছেন রবিচন্দন অশ্বিন। তার রেটিং পয়েন্ট ৪২২।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ