রোহিঙ্গাবাহী নৌকাডুবি মৃতের সংখ্যা বেড়ে ২৩


ই-বার্তা প্রকাশিত: ৩১শে আগস্ট ২০১৭, বৃহঃস্পতিবার  | বিকাল ০৪:১১ চট্টগ্রাম

ই-বার্তা ।। বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনায় আরও ১৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়ালো।

বৃহস্পতিবার সকালে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সমুদ্রসৈকত এলাকা থেকে ওই লাশগুলো উদ্ধার করা হয়। এদের মধ্যে ১২ শিশু ও ৫ নারী রয়েছে।

এর আগে বুধবার সকাল ৮টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সমুদ্রসৈকত এলাকা থেকে ওই চারজনের লাশ উদ্ধার করা হয়। এদের মধ্যে দুজন নারী ও দুজন শিশু রয়েছে।

সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল আমিন জানান, বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টার সময় কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের কাছে রোহিঙ্গাবোঝাই একটি নৌকা ডুবে যায়।

সকালে স্থানীয় জেলেদের কাছ থেকে খবর পেয়ে শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া ও মাঝেরপাড়া সৈকত থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়।

মঙ্গলবার রাতে দালালরা নৌকায় অতিরিক্ত যাত্রি নিয়ে আসায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

এরপর বৃহস্পতিবার সকালে ওই ঘটনায় আরও ১৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম জানান, নৌকাডুবির ঘটনায় বুধবার চারজন ও বৃহস্পতিবার ১৯ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম এর আরও সংবাদ