রোহিঙ্গারাদের ফিরে যাওয়া রুখতে ল্যন্ড মাইন পাতছে মিয়ানমার


ই-বার্তা প্রকাশিত: ৬ই সেপ্টেম্বর ২০১৭, বুধবার  | দুপুর ০২:০১ অন্যান্য

ই-বার্তা ।। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা যাতে ফিরতে না পারে, সে জন্য সীমান্তজুড়ে ল্যান্ড মাইন পেতে রাখছে মিয়ানমারের সরকারি বাহিনী।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হচ্ছে, গত তিন দিন ধরে বাংলাদেশ লাগোয়া সীমান্তের একাংশজুড়ে মাইন পেতে রাখার কাজ করছে মিয়ানমার।

তাদের খবরে বাংলাদেশের অন্তত দুজন সরকারি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, বুধবার সীমান্তের এত কাছে মাইন পাতার প্রতিবাদ জানাবে বাংলাদেশ।

রয়টার্সের পাঠানো এ খবরটি অবশ্য নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি বিবিসি।

তবে বাংলাদেশের একজন কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে বিবিসিকে জানিয়েছেন, সীমান্তে মাইন পেতে রাখা এবং এসব মাইন বিস্ফোরণে বাংলাদেশে পলায়নরত রোহিঙ্গা শরণার্থীদের হতাহত হওয়ার কিছু খবর তারাও পাচ্ছেন।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ