আট দিনের মধ্যে হান্নানের ফাঁসি কার্যকর হবে


ই-র্বাতা প্রকাশিত: ৯ই এপ্রিল ২০১৭, রবিবার  | বিকাল ০৫:৩০ অন্যান্য

ই-বার্তা প্রতিবেদক।। রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন আগামী মঙ্গলবার থেকে ১৭ এপ্রিল সোমবারের মধ্যে যে কোনো সময় জঙ্গি নেতা মুফতি আবদুল হান্নানের ফাঁসি কার্যকর হবে। তিনি বলেন, “রাষ্ট্রপতি গতকাল মুফতি হান্নানের ক্ষমার আবেদন নাকচ করে দিয়েছেন। ফলে তার ফাঁসি কার্যকরে আর কোন আইনি বাধা নেই। এখন কারাবিধি অনুযায়ী তার ফাঁসির রায় যেকোনো সময় কার্যকর করা হবে”। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “জেল কর্তৃপক্ষের কাছে এখন সরকারের নির্বাহী আদেশ যাবে। এটি পাঠানোর প্রস্তুতি চলছে। যেকোন সময় সেটি জেল কর্তৃপক্ষের কাছে চলে যাবে”’
২০০৪ সালের ২১ মে সিলেটে হযরত শাহজালাল (রা.) এর মাজারে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় ফাঁসির আদেশ হয়েছে মুফতি হান্নান ও তার দুই সহযোগী বিপুল ও রিপনের।
২০০৫ সালের ১ অক্টোবর রাজধানীর বাড্ডার বাসা থেকে গ্রেপ্তার হন মুফতি হান্নান।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ