মুমিনুলকে আটে ব্যাটিংয়ে পাঠানোর কারণ বললেন মুশফিক


ই-বার্তা প্রকাশিত: ৭ই সেপ্টেম্বর ২০১৭, বৃহঃস্পতিবার  | রাত ০৮:০৬ ক্রিকেট

ই-বার্তা।। ক্যারিয়ারের সবচেয়ে বেশি তিন নম্বরে ব্যাট করেছেন মুমিনুল। ইমরুল কায়েস তিন ন্বরে ব্যাট করায় মুমিনুল ডিমোশন পেয়ে চারে নেমে গেছেন। প্রথম ইনিংসে চার নম্বরে ব্যাট করে ৩১ রানের লড়াকু ইনিংস খেলেন তিনি। চার নম্বরে মুমিনুল ব্যাট করবেন, এটা সবাই ধরে নিয়েছিল।

কিন্তু সেই মুমিনুলকে যখন চার নয়, ছয়ও নয়, আট নম্বরে ব্যাট করতে পাঠানো হয় তখন সেটা মোটেও স্বাভাবিক ব্যাপার নয়। একজন টপ অর্ডার ব্যাটসম্যান যিনি তিন নম্বরে সবচেয়ে বেশি অভ্যস্ত তাকে আট নম্বরে ব্যাট করতে পাঠানোর কী যুক্তি থাকতে পারে?

যদি তিনি ফর্মে না থাকতেন তাহলে কথা থাকতে পারত। যদি তার উইকেটে পড়ে থাকার সামর্থ্য না থাকতো তাহলেও কোনও প্রশ্ন তুলতেন না কেউ। কিন্তু চট্টগ্রাম টেস্টে যে পরিস্থিতিতে মুমিনুলকে আট নম্বরে ব্যাট করতে পাঠানো হয়, তাতে বিস্ময়ের সৃষ্টি হয়েছে!

৩২ রানে ২ উইকেট পড়ে গিয়েছিল। তখন মুমিনুলকে না পাঠিয়ে পাঠানো হয় নাসিরকে। নাসির ৫ রান করে আউট হয়ে যান। এরপর সাকিব, মুশফিক এবং এমনকি সাব্বিরের পরে ব্যাট করতে পাঠানো হয় মুমিনুলকে।

ম্যাচ শেষে স্বাভাবিক কারণেই এ নিয়ে প্রশ্ন করা হয় অধিনায়ক মুশফিকুর রহিমকে। মুমিনুলের আট নম্বরে ব্যাট করতে পাঠানোর দুর্বল যুক্তি তুলে ধরে অধিনায়ক বলেন, ‘চিন্তা ভাবনা করেই তাকে এই জায়গায় পাঠানো হযেছে। কিছু টেকনিক্যাল বিষয় ছিল। পরিস্থিতির কারণে চার নম্বরে একজন ডানহাতি ব্যাটসম্যান দরকার ছিল। হ্যাঁ, ওটা সফল হয়নি। আর এজন্য কথা উঠছে। নাসির আগের ইনিংসে ভালো করেছিল। সে চার নম্বরে রান পেলে কথা উঠতো না। তাছাড়া সাকিব সবসময়ই পাঁচে ব্যাট করে থাকে।

আট নম্বরে ব্যাট করতে নেমে ২৯ রান করেন মুমিনুল। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অলআউট হয় ১৫৭ রানে। ৩১ রান করেন অধিনায়ক মুশফিক। অধিনায়ক ছাড়া কেউই ৩০ এর অঙ্ক স্পর্শ করতে পারেননি। বাংলাদেশ ম্যাচ হারে ৭ উইকেটে।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ