ওয়েস্ট ইন্ডিজের পর পথ হারোলো ইংলান্ড


ই-বার্তা প্রকাশিত: ৮ই সেপ্টেম্বর ২০১৭, শুক্রবার  | দুপুর ১২:২৮ ক্রিকেট

ই-বার্তা।। ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় টেস্টে রীতিমত ঝড় তুলেছেন পেসাররা। প্রথমদিনই পতন ঘটেছে ১৪ উইকেটের। যার প্রায় সবগুলোই নিয়েছেন পেসাররা। তবে আলাদা করে বললে, বলতে হবে বেন স্টোকসের কথা। তার ঝড়েই রীতিমত বিধ্বস্ত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ১৪.৩ ওভার বল করে ২২ রান দিয়ে একাই ৬ উইকেট নিয়েছেন তিনি।

টস জিতে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ প্রথম দিনই অলআউট হয়েছে মাত্র ১২৩ রানে। স্টোকসের ৬ উইকেটের সঙ্গে জেমস অ্যান্ডারসন আর টবি রোল্যান্ড জোন্স নিয়েছেন ২টি করে বাকি চার উইকেট। ১২৩ রানে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হলেও স্বস্তিতে নেই ইংল্যান্ড। শেষ বিকেলে মাত্র ১৯ ওভার খেলে ২৪ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে তারা। দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৪৬ রান।

দুই ক্যারিবীয় পেসার কেমার রোচ এবং জ্যাসন হোল্ডার ২টি করে মোট চার উইকেট নেন। তাদের ঝড়ে ফিরে গেছেন অ্যালিস্টার কুক, মার্ক স্টোনম্যান, টম ওয়েস্টলি এবং অধিনায়ক জো রুট। উভয়ে ১৩ রান করে দিন শেষ করেন বেন স্টোকস আর ডেভিড মালান।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ