পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছে টাইগাররা


ই-বার্তা প্রকাশিত: ৮ই সেপ্টেম্বর ২০১৭, শুক্রবার  | দুপুর ১২:০৯ ক্রিকেট

ই-বার্তা।। এবার আফ্রিকা সফর যাচ্ছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা মিশন নিয়ে সেপ্টেম্বরের মাঝামাঝিতেই দেশ ছাড়বে টাইগাররা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্ট জয়ের পর চট্টগ্রামে সিরিজ জয়ের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। কিন্তু ৭ উইকেটের হারে সেটা হয়নি। তবে দক্ষিণ আফ্রিকা সফর সামনে রেখে বিশ্রামের জন্য বৃহস্পতিবারের ম্যাচ শেষ হওয়ার পরপরই ক্রিকেটাররা ঢাকায় ফিরে গেছেন। কয়েক দিনের ছুটি কাটিয়ে আবারও অনুশীলনে ফিরবেন তারা।

অনুশীলন শেষ হওয়ার পরপর ১৭ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার বিমানে চাপবে বাংলাদেশ ক্রিকেট দল। এ সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে তারা। আগামী ২৮ সেপ্টেম্বর টেস্ট দিয়ে শুরু হবে এ পূর্ণাঙ্গ সিরিজ। ৬ অক্টোবর দ্বিতীয় টেস্ট ব্লুমফন্টেইনে। এই দুটি মাঠেই ২৬ ও ২৯ অক্টোবর হবে টি-টোয়েন্টির দুই ম্যাচ। ১৫, ১৮ ও ২২ অক্টোবর তিন ওয়ানডে সিরিজের ভেন্যু কিম্বার্লি, পার্ল ও ইস্ট লন্ডনে।

দক্ষিণ আফ্রিকায় সর্বশেষ বাংলাদেশ গিয়েছিল ২০০৮ সালে। ৯ বছর আগের ওই দুই টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছিল তারা। অবশ্য দুই দেশের সর্বশেষ দ্বিপাক্ষিক টেস্ট হয়েছিল ২০১৫ সালে। চট্টগ্রাম ও ঢাকার দুটি ম্যাচই বৃষ্টিতে ভেসে যায়, ফল থাকে অমীমাংসিত।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ