সালাহ উদ্দিন লাভলুর নতুন ধারাবাহিক


ই-বার্তা প্রকাশিত: ১১ই সেপ্টেম্বর ২০১৭, সোমবার  | বিকাল ০৩:০১ ছোট পর্দা

ই-বার্তা।। নতুন ধারাবাহিক নাটক নিয়ে আসছেন সাড়া জাগানো নির্মাতা সালাহ উদ্দিন লাভলু। এরই মধ্যে তার নতুন ধারাবাহিক নাটক নির্মাণের ঘোষণা দিয়েছেন। নাটকের গল্প লেখার কাজ শুরুও করে দিয়েছেন কাজী শাহেদুল ইসলাম। যথারীতি নির্মাণ শেষে নতুন ধারাবাহিক নাটকটি প্রচার শুরু হবে চ্যানেল আইতে। তবে লাভলু জানান, তার নতুন ধারাবাহিক নাটকের নাম এখনও ঠিক করা হয়নি। সালাহ উদ্দিন লাভলু বলেন, এরই মধ্যে চ্যানেল আইতে আমার নির্দেশিত সোনার পাখি রূপার পাখি বেশ দর্শকপ্রিয়তা নিয়েই শেষ হয়েছে। নতুন ধারাবাহিকের গল্প লিখছেন কাজী শাহেদুল ইসলাম। একটি মফস্বল শহরের গল্প নিয়ে নির্মিত হবে আমার নতুন ধারাবাহিক নাটক। শীঘ্রই এর শূটিং শুরু হবে। যথারীতি আমাদের জীবনের নিত্যদিনের গল্পই খুঁজে পাবেন দর্শক আমার নতুন ধারাবাহিকে।

সর্বশেষ সংবাদ

ছোট পর্দা এর আরও সংবাদ