গ্যাস ও ডিজেলচালিত যানবাহনের উৎপাদন ও বিক্রিয় বন্ধ হচ্ছে চীন


ই-বার্তা প্রকাশিত: ১২ই সেপ্টেম্বর ২০১৭, মঙ্গলবার  | দুপুর ০১:৩৪ এশিয়া

ই-বার্তা।। পরিবেশ রক্ষার জন্য গ্যাস ও ডিজেলচালিত সব ধরনের যানবাহন উৎপাদন ও বিক্রি বন্ধের পরিকল্পনা করছে চীন। বৈদ্যুতিক উপায়ে যেসব যানবাহন চলবে সেগুলোকে ভর্তুকি দেওয়ার ঘোষণাও দিয়েছে বিশ্বের বৃহত্তম এই দেশটি।

চীন সরকার বলছে, কবে থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে তা ঠিক হয়নি। এরই মধ্যে গ্যাস, ডিজেলনির্ভর যানবাহন বন্ধের কার্যক্রম শুরু হয়ে গেছে। কর্তৃপক্ষ আশা করছে আগামী ২০২০ সালে চীনের সড়কে ৫০ লাখ বৈদ্যুতিক যানবাহন চলবে।

দেশটির গাড়ি নির্মাণ প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে দিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের উপমন্ত্রী শিন গোবিন। তিনি বলেন, গাড়ি নির্মাণ প্রতিষ্ঠানগুলোর উচিত সরকারের নির্দেশনা মেনে চলা।

চীনের অর্থ মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সরকারি সংবাদমাধ্যম সিনহুয়া বলছে, ডিজেল, গ্যাস ছাড়া অন্য উপায়ে (বৈদ্যুতিক বা হাইব্রিড যানবাহন) যেসব যানবাহন চলবে, সেসব উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে ভর্তুকি দেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ