রোহিঙ্গা নিপীড়নে উদ্বিগ্ন দালাই লামা


ই-বার্তা প্রকাশিত: ১১ই সেপ্টেম্বর ২০১৭, সোমবার  | বিকাল ০৪:৫৪ এশিয়া

ই-বার্তা।। মিয়ানমারের রাখাইন রাজ্যে বৌদ্ধ সম্প্রদায় ও সেনাবাহিনীর হত্যা, নির্যাতনের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামা।

রোববার রোহিঙ্গা মুসলিমদের ওপর সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দালাই লামা বলেন, ওই লোকেরা....কিছু মুসলিমকে উৎপীড়ন করছে...তাদের মনে রাখা উচিত, বুদ্ধ অবশ্যই এই অসহায় মুসলিমদের সহায়তা করতেন।’ তিনি আরো বলেন, `এই ঘটনায় আমি খুবই আহত।

গত ২৫ আগস্ট মিয়ানমারের বেশ কিছু পুলিশ চেক পোস্টে হামলার ঘটনাকে কেন্দ্র করে রাখাইনে সেনা মোতায়েন করে মিয়ানমার সরকার। সেনাবাহিনীর অত্যাচার ও নিপীড়ন থেকে বাঁচতে নিজেদের বাড়ি-ঘর থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় ৩ লাখ রোহিঙ্গা মুসলিম।

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ