ঐশীর আপিলের উপর শুনানি, খাসকামরায় জবানবন্দি গ্রহণ


ই-বার্তা প্রকাশিত: ১০ই এপ্রিল ২০১৭, সোমবার  | বিকাল ০৪:০০ অপরাধ

ই-বার্তা প্রতিবেদক।। পুলিশ দম্পতি মাহফুজুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া তাদের মেয়ে ঐশী রহমানকে আজ সোমবার সকাল ১০টায় গাজিপুরের কাশিমপুর কারাগার থেকে আদালতের নির্দেশে হাইকোর্টে হাজির করা হয়েছে। ৩ এপ্রিল হাইকোর্ট ঐশীকে আদালতে হাজির করার নির্দেশ দেয়ার পর আজ সেটি কার্জকর করা হয়।
আদালতে আনার পর বিচারপতি জাঙ্গাহীর হোসেন সেলিম ও তাঁর ডিভিশন বেঞ্চ খাসকামরায় ঐশীর জবানবন্দি নেন। ঐশীর পক্ষে সুদ্বীপ চ্যাটার্জি ও রাষ্ট্রপক্ষে সহকারী এটর্নি জেনারেল আতিকুল হক সেলিম সেখানে উপস্থিত ছিলেন। পনের মিনিটের বক্তব্য শেষে ঐশীকে পুনরায় কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়। ন্যায়বিচারের স্বার্থে ঐশীর মানসিক অবস্থা পর্যবেক্ষণ করার জন্যে তার এই জবানবন্দি নেয়া হয়েছে বলেন আদালত।
১৬ আগস্ট, ২০১৩ তারিখে পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী কে মালিবাগের নিজ বা্সায় হত্যার দায়ে ঐশীকে মৃত্যুদণ্ড দিয়েছিল ঢাকার একটি আদালত। ডেথ রেফারেন্স ও ঐশীর আপিলের উপর ভিত্তি করে বর্তমানে সেই মামলার শুনানি চলছে।

সর্বশেষ সংবাদ

অপরাধ এর আরও সংবাদ