ভুট্টাক্ষেত থেকে ছাত্রীর চোখ উপড়ানো মরদেহ উদ্ধার


ই-র্বাতা প্রকাশিত: ৯ই এপ্রিল ২০১৭, রবিবার  | দুপুর ০১:৫৬ অপরাধ

ভুট্টাক্ষেত থেকে ছাত্রীর চোখ উপড়ানো মরদেহ উদ্ধার

রোববার সকাল ১০টার দিকে ধামরাইয়ের বার পাইকা এলাকার ভুট্টাক্ষেত থেকে জবেদা আক্তার (১৮) নামে এক কলেজ ছাত্রীর দুই চোখ উপড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জবেদা আক্তার একই গ্রামের জয়নাল উদ্দিনের মেয়ে। তিনি মানিকগঞ্জ খোন্দকার দেলোয়ার হোসেন কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

জবেদার বাবা জয়নাল উদ্দিন জানান, রাত থেকে জবেদাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর সকালে বাড়ির পাশের ভুট্টাক্ষেতে তার মরদেহ পাওয়া যায়।

তবে কে বা কারা কেন তাকে হত্যা করেছে সে ব্যাপারে কোনো ধারণা নেই জয়নাল উদ্দিনের।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই চোখ উপড়ানো মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠাচ্ছে।
তিনি আরো জানান, মেয়েটির ব্যক্তিগত মোবাইল ফোন সংগ্রহ করা হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়ের করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

অপরাধ এর আরও সংবাদ