আর নয় ক্লান্ত চোখ !


ই-বার্তা প্রকাশিত: ১৪ই সেপ্টেম্বর ২০১৭, বৃহঃস্পতিবার  | দুপুর ০২:৪৫ লাইফ

ই-বার্তা ।। রাতে ঘুমাতে যেতে দেরী হওয়ার ফলে যা হয় তা হল ডার্ক সার্কেলস। আপনার চোখ কে দেখায় অনেক বেশী ক্লান্ত আর নির্জীব। তবে কিছু ঘরোয়া উপায়ে দূর করতে পারবেন চোখের নিচের দাগ। চলুন দেখে আসি উপায়গুলো।

১। কাঁচা দুধ: দুধ প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন এ ও ডি এবং ল্যাকটিক অ্যাসিডের উত্স। চোখের চারপাশের ত্বকের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে দুধ। কাঁচা দুধে তুলোর বল ভিজিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। এই তুলোর বল চোখের উপর চাপা দিয়ে শুয়ে থাকুন ১০-১৫ মিনিট। কাঁচা দুধ চোখ সতেজ করে তুলতে ও চোখের তলার কালি দূর করতে সাহায্য করবে।


২। টাটকা শশা: শশা ওয়াটার রিটেনশন নিয়ন্ত্রণ করে চোখের চারপাশের ফোলা ভাব কমিয়ে দেয়। টাটকা শশা স্লাইস করে কেটে চোখের উপর রেখে ৫-১০ মিনিট শুয়ে থাকুন। ফোলা ভাব, কালি পড়া ‌ভাব কমে যাবে।


৩। আমন্ড অয়েল: এই তেলে থাকা ভিটামিন কে ও ন্যাচারাল ময়শ্চারাইজার চোখের ফোলা ভাব নিয়ন্ত্রণে নিয়ে আসবে। এই তেল দিয়ে হালকা মাসাজ চোখের নিচের ত্বক মোলায়েম থাকবে ও পিগমেন্টেশন দূর হবে।


৪। টি ব্যাগ: গরম জলে দুটো টি ব্যাগ ১ মিনিট ডুবিয়ে রেখে ফ্রিজে রেখে চিল করে নিন। চিলড টি ব্যাগ দু’চোখের উপরে রাখুন ৫ মিনিট। চায়ের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট ও ট্যানিন নিমেষে ফোলা ভাব কমিয়ে চোখে ফ্রেশ ভাব নিয়ে আসবে।


৫। আইস কিউব: সুতির পরিষ্কার পাতলা কাপড়ে আইস কিউব মুড়ে চোখে কমপ্রেস করুন। এতে ফোলা ভাব কমে যাবে। ১-২ মিনিটের বেশি করবেন না। ঠান্ডা লেগে যাবে।


সর্বশেষ সংবাদ

লাইফ এর আরও সংবাদ