কোন সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে আরসা’র সম্পৃক্ততা নেই


ই-বার্তা প্রকাশিত: ১৫ই সেপ্টেম্বর ২০১৭, শুক্রবার  | দুপুর ০২:২১ এশিয়া

ই-বার্তা।। আল-কায়েদা বা ইসলামিক স্টেটের (আইএস) মতো কোনো সংগঠনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) । গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এই দাবি করেছে আরসা।

আল জাজিরার খবরে বলা হয়, বিবৃতিতে আরসা বলেছে, আল-কায়েদা, আইএস, লস্কর-ই-তৈয়বা বা অন্য কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। একই সঙ্গে তারা বাইরের কোনো গোষ্ঠীকে রাখাইনের ওই এলাকায় প্রবেশ না করতে সতর্ক করে দিয়েছে। অন্য কোনো গোষ্ঠীর প্রবেশ প্রতিরোধ করতে প্রতিবেশী দেশগুলোর প্রতিও আহ্বান জানিয়েছে আরসা।

বিবৃতিতে আরও বলা হয়, রাখাইনের অমানবিক পরিস্থিতিতে তারা উদ্বিগ্ন। ওই এলাকায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য বেসরকারি সংস্থাগুলোকে (এনজিও) সাহায্য করার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ