দুই বছরের জন্য নিষিদ্ধ চামারা সিলভা


ই-বার্তা প্রকাশিত: ১৭ই সেপ্টেম্বর ২০১৭, রবিবার  | সন্ধ্যা ০৬:৩০ ক্রিকেট

ই-বার্তা।। প্রথম শ্রেণির দ্বিতীয় বিভাগে খেলার সময় দলের অস্বাভাবিক স্কোরিং রেটের দায়ে অভিযুক্ত হয়েছিলেন শ্রীলঙ্কার জাতীয় দলের সাবেক ক্রিকেটার চামারা সিলভা। ৭ মাসের তদন্তের পর তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।

একই অপরাধে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন মনোজ দেশপ্রিয়। বাকি কোচ, সংগঠকদের এক বছরের জন্য নিষিদ্ধ করেছে এসএলসি। অভিযুক্ত ক্লাবদের ৫০ হাজার রুপি জরিমানা করা হয়েছে। যেই দুই ক্লাবের খেলায় এই দুর্নীতি হয়েছে এরা হলো পান্ডুরা ক্রিকেট ক্লাব ও কালুতারা ফিজিক্যাল কালচারাল ক্লাব। মূলত প্রথম শ্রেণির ক্রিকেটে উন্নতি ও অবনমনের উদ্দেশ্যেই এই কাণ্ড ঘটিয়েছে ক্লাবগুলো।

অবশ্য যেই দিন অস্বাভাবিক স্কোরিং রেট ছিল, সেদিন অনুপস্থিত ছিলেন সিলভা। তারপরেও সিলভাকে দণ্ড দেওয়ার পেছনে কারণ ব্যাখ্যা করতে গিয়ে লঙ্কান ক্রিকেট বোর্ড সহ সভাপতি মাথিভানান জানান, পান্ডুরার অধিনায়ক ও কোচ দুটোই সিলভা। তাই তাকে সব কিছুর ভার নিতেই হবে। সে সিদ্ধান্ত নিক বা না নিক আমরা সেটা জানি না। তবে আইসিসি নিয়ম অনুসারে স্লো ওভার রেটের জন্য কিন্তু অধিনায়ককে দায়ী করা হয়।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ