রোহিঙ্গা নির্যাতন বন্ধের প্রতিবাদে জাগ্রত অাইনজীবী পরিষদের মানববন্ধন


ই-বার্তা প্রকাশিত: ১৮ই সেপ্টেম্বর ২০১৭, সোমবার  | বিকাল ০৩:৫৯ রাজধানী

ই-বার্তা ।। ঢাকা জজ কোর্ট প্রতিনিধি ।। মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম রোহিঙ্গাদের উপর মিয়ানমার সেনাবাহিনী দ্বারা নির্মম নির্যাতন বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছে জাগ্রত আইনজীবী পরিষদ।

দুপুরে ঢাকা আইনজীবী সমিতির সামনে মুসলিম রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে জাগ্রত আইনজীবী পরিষদ কর্তৃক আয়োজিত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মোঃ খোরশেদ আলম সহ ঢাকা বারের সকল আইনজীবী। এতে সভাপতিত্ব করেন এডভোকেট মোঃ মহিউদ্দিন চৌধুরী শরীফ, প্রধান সমন্বয়, জাগ্রত অাইনজীবী পরিষদ, পরিচালনায় করেন এডভোকেট টি অার খান,জাগ্রত অাইনজীবী পরিষদ, উপস্থিত থেকে মানববন্ধনে সংহতি প্রকাশ করেন জাগ্রত আইনজীবী পরিষদ,

কেন্দ্রীয় নির্বাহী সংসদের অন্যান্য আইনজীবী সদস্যদের মধ্যে আলম মিয়া, রহমত উল্লাহ, জামাল হোসেন, আতিকুর রহমান, মোঃ বাশার আহমেদ, মিজানুর রহমান, তাপস ঘোষ, জাহাঙ্গীর আলম, জিয়াউল হক,প্রিয়াঙ্কা রিমঝিম, সাদিয়া অাফরোজ সহ প্রমুখ। মিয়ানমারের রাখাইন রাজ্যের সংখ্যালঘু রোহিঙ্গাদের উপর বর্বর নির্যাতন হত্যা, ধর্ষণ বন্ধ কর অসহায় নারী ও শিশুদের রক্ষা কর, অবিলম্বে জাতিসংঘ ও বিশ্ব সাম্প্রদায়ের হস্তক্ষেপ চাওয়া হয়। মিয়ানমারের রোহিঙ্গাদের হত্যা,ধর্ষণ, জ্বালাও পোড়াও সহ তাদের উপর ইতিহাসের ভয়াবহ নির্যাতন চালানো পৃথিবীর জঘন্যতম মানবতা বিরোধী অপরাধ নিপীড়নের প্রতিবাদ জানানো হয়।

সকলে সম্মিলিত ভাবে বক্তব্য প্রদান করেন বন্ধ কর মানবতা বিরোধী হত্যা, ধর্ষণ, নির্যাতন। এবং মিয়ানমারে স্বাধীন ভাবে রোহিঙ্গাদের স্বাধীন ভাবে বাঁচতে দাও।

সর্বশেষ সংবাদ

রাজধানী এর আরও সংবাদ