হলুদের যত গুন


ই-বার্তা প্রকাশিত: ১৯শে সেপ্টেম্বর ২০১৭, মঙ্গলবার  | দুপুর ১২:৫৪ লাইফ

ই-বার্তা ।। প্রাচীন কাল থেকেই রুপচর্চার জন্য হলুদ ব্যবহৃত হয়ে আসছে। এখনও রুপ চর্চার জন্য হলুদ বেশ বিখ্যাত। প্রতিদিনের রান্নায় হলুদ ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার।হলুদ যদি আপনার প্রতিদিনের ডায়েট চার্টে রাখেন, তাহলে অনেক উপকার পাবেন। হলুদের এমন অনেক গুন রয়েছে, যা অনেকেরই অজানা। চলুন দেখে আসি হলুদের গুনাবলি।

১। বয়স ধরে রাখতে সাহায্য করে হলুদ। বাজার চলতি যে সমস্ত অ্যান্টি এজিং ক্রিম আপনি ব্যবহার করেন, সেই ক্রিমগুলির তুলনায় হলুদ কিন্তু অনেকটাই এগিয়ে।

২। গিটের ব্যথা থেকে রক্ষা করতে পারে হলুদ। অর্থাত, প্রতিদিন নিয়ম করে যদি হলুদ খেতে পারেন, তাহলে বিভিন্ন ধরণের ব্যথা থেকে মিলবে মুক্তি।

৩। খাবারে হলুদ ব্যবহার করলে হজম শক্তি বাড়ানোর ক্ষেত্রেও পেতে পারেন উপকার।

৪। যে কোনও ধরণের ফাঙ্গাল ইনফেকশন থেকে রক্ষা পেতে, অ্যালার্জির হাত থেকে রেহাই পেতে হলুদের জুড়ি নেই।

৫। বিভিন্ন ধরনের ত্বকের সমস্যা দূর করার ক্ষেত্রে জাদুর মত কাজ করে হলুদ।

সর্বশেষ সংবাদ

লাইফ এর আরও সংবাদ