মিয়ানমারের সেনাদের প্রশিক্ষণ স্থগিত করছে ব্রিটেন


ই-বার্তা প্রকাশিত: ২০শে সেপ্টেম্বর ২০১৭, বুধবার  | দুপুর ০১:২৪ এশিয়া

ই-বার্তা।। রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর বর্মি সেনাবাহিনীর অব্যাহত সহিংসতার কারণে মিয়ানমারের সামরিক বাহিনীর প্রশিক্ষক স্থগিত করেছে ব্রিটেন। খবর বিবিসির।

বর্মি সামরিক বাহিনীর সঙ্গে এই প্রশিক্ষণ কর্মসূচি প্রতিবছরই হয়ে আসছে। এজন্যে ব্রিটেনের খরচ হয় বছরে তিন লাখ পাউন্ড। এই কর্মসূচির আওতায় ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বর্মি সৈন্যদের প্রশিক্ষণের জন্যে অর্থ সাহায্য দিয়ে আসছে।

ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র বলেন, রাখাইন রাজ্যে অব্যাহত সহিংসতা এবং তাকে কেন্দ্র করে সৃষ্ট মানবিক বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, সেখানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ব্রিটেন গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এই সংকটের গ্রহণযোগ্য কোনো সমাধান না হওয়া পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মসূচি স্থগিত থাকবে।

ব্রিটিশ সরকারের এক বিবৃতিতে বলা হয়, বর্মি সেনাবাহিনীর প্রতি আমরা আহ্বান জানাচ্ছি রাখাইনে সহিংসতা বন্ধ করে বেসামরিক সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে খুব দ্রুত পদক্ষেপ নেয়ার জন্যে। সেখানে যাতে মানবিক ত্রাণ সাহায্য যেতে পারে তার জন্যেও সেনাবাহিনীকে ব্যবস্থা নিতে আহ্বান জানানো হচ্ছে।

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ