“আমি জুনায়েদ” নাটকের প্রতিবাদ করলেন জুনায়েদ


ই-বার্তা প্রকাশিত: ২০শে সেপ্টেম্বর ২০১৭, বুধবার  | বিকাল ০৪:২৪ অন্যান্য

ই-বার্তা ।। ফেসবুকের কল্যানে জুনায়েদ নামটার সাথে অনেকেই পরিচিত। দুই বন্ধুর মারামারির ভিডিও টি ভাইরাল হয় তখন থেকেই জুনায়েদ নামটি লোকের মুখে চলে আসে। সম্প্রতি সেই জুনায়েদ এর পূর্বের জীবন কাহীনি নিয়ে একটি নাটক বানানো হচ্ছে। আর এই খবরেই চটেছেন আসল জুনায়েদ। এক ফেসবুক স্ট্যাটাসে মাধ্যমে সে প্রতিবাদ জানিয়েছেন।

নিচে জুনায়েদ এর স্ট্যাটাস টি তুলে ধরা হলো।

শ্রদ্ধেয়,
ইমন ভাইয়া, টয়া আপু, জোভান ভাইয়া, প্রযোজক, পরিচালক ভাইদের দৃষ্টি আকর্ষন করছি।
আমি নিজেও আপনাদের ফ্যান, নাটক দেখি আপনাদের এবং যথেষ্ট উপভোগ করি।
তবে সম্প্রতি আপনারা যে নাটকটি করছেন " আমি জুনায়েদ " নামে তা আমিমি জানতে পাই কিছুদিন আগে মানুশের ম্যানশনের অত্যাচারে।
আপনাদের কিছুক্ষনের বিনোদন আমার প্রতিটা নির্ঘূৃম রাতের কারন হয়ে দাঁড়িয়েছে।
আপনাদের কিছুক্ষনের বিনোদন,


আমারমার ৬৯ বছর বয়সি বাবার হাই প্রেশারের কারন হয়ে দাঁড়াচ্ছে।
যেখানে আমি নিজেই নিজের আগের রুপটাকে ঘৃনা করি, যেখানে নিজেই সেই স্বত্বাকে নিজ হাতে খুন করে নতুন জীবন শুরু করার চেষ্টা করছি তখনি বার বার বিধাতার অগ্নি পরিক্ষার সম্মুখীন হচ্ছি। তাও ব্যাপার না। শুধু চিন্তা করি আমার বৃদ্ধ বাবার কথা ।
আপনারা সমাজের বিজ্ঞ নাগরিক আর সেখানে আমি একজন নগন্য যুবক মাত্র। হয়ত এ সমাজের বিষ। কিন্তু তাই বলে আমার পরিবার কেনো বারবার কটাক্ষের শিকার হচ্ছে?
আমি জানি না এই নগন্য যুবকটার স্ট্যাটাস কয়জন দেখবেন, তবে যারাই দেখবেন তারা দয়া করে সেই নাটকের কোনো পোষ্টে মেনশন করবেন না অন্তত আমার বাবারর কথা চিন্তা করে হলেও।
ভালো থাকবেন।
-শুভ রাত্রি

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ