থাইল্যান্ডে বোমা হামলায় নিহত ৪ সেনা


ই-বার্তা প্রকাশিত: ২২শে সেপ্টেম্বর ২০১৭, শুক্রবার  | দুপুর ০১:৫৩ এশিয়া

ই-বার্তা।। থাইল্যান্ডের বোমা হামলায় চার সেনাসদস্য নিহত ও ছয়জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সকালে দক্ষিণাঞ্চলীয় পাত্তানি প্রদেশে এ ঘটনা ঘটে।

নারাথিওয়াত প্রদেশের সাইবুরি জেলার পুলিশ কর্নেল মানা দাইচাওয়ারিত বলেন, সকালে টহলরত সেনাদের একটি দল পিকআপে করে যাওয়ার সময় বিস্ফোরণের শিকার হন।

নির্মাণাধীন একটি সড়কে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয় বলে জানিয়েছেন নিরাপত্তা বাহিনীর আঞ্চলিক মুখপাত্র কর্নেল প্রমোত প্রমিন। তিনি বলেন, যারা রাস্তার ধারে বোমা পুঁতে রেখেছিল, তারা পুরনো কৌশল ব্যবহার করে এ অঞ্চলকে অস্থিতিশীল করতে চাইছে।

শুক্রবারের এ হামলার আগে গত সপ্তাহে ইয়ালা প্রদেশে চালানো আরেকটি বোমা হামলায় দুই সৈন্য নিহত এবং ২০ জনেরও বেশি মানুষ আহত হন।

এ বিদ্রোহ কেন্দ্র করে ২০০৪ সাল থেকে এ পর্যন্ত সাড়ে ছয় হাজার মানুষ নিহত হয়েছেন।

থাইল্যান্ডের এই প্রদেশ আগে স্বাধীন মালয় মুসলিম সালতানাতের অংশ ছিল। ১৯০৯ সালে এসব দেশটির দখলাধীনে যুক্ত হয়।
সূত্র: ফক্স নিউজ

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ