‘আদালতের এ রায় দ্রুত কার্যকর হউক’ রাজনের বাবা


ই-র্বাতা প্রকাশিত: ১১ই এপ্রিল ২০১৭, মঙ্গলবার  | বিকাল ০৩:২৬ অপরাধ

সিলেটের আলচিত রাজন হত্যা মামলার আপিলের রায়ে আসামিদের মৃত্যুদণ্ড বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছেন রাজন এর বাবা।

তিনি বলেন, এ রায়ে আমি সন্তুষ্ট। আদালতের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি সরকারকেও ধন্যবাদ যে অতি দ্রুত আমার ছেলে হত্যা বিচারের ব্যবস্থা করেছে।

‘এখন আমি চাই আদালতের এ রায় দ্রুত কার্যকর হউক’।
সিলেটে চুরির অপবাদে পিটিয়ে শিশু সামিউল আলম রাজন হত্যার দায়ে প্রধান আসামি কামরুল ইসলামসহ চারজনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন হাইকোর্ট।

সৌদি আরবে আটক কামরুল ইসলাম (২৪) সিলেট মহানগরীর জালালাবাদ থানার কুমারগাঁও এলাকার শেখপাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য তিনজন হলেন- চৌকিদার ময়না মিয়া ওরফে বড় ময়না (৪৫), তাজ উদ্দিন বাদল (২৮) ও পলাতক জাকির হোসেন পাভেল।

হত্যাকাণ্ডের ভিডিওচিত্র ধারণকারী নূর মিয়াকে যাবজ্জীবন
কারাদণ্ড কমিয়ে ছয়মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত ১০ জনের মধ্যে অন্য ৯ জনকে বিচারিক আদালতের দেওয়া সাজার পুরোটাই বহাল রেখেছেন হাইকোর্ট।

দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে দশ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে ৩ মাস করে সশ্রম কারাদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত, যা বহাল রেখেছেন উচ্চ আদালত।

১৩ আসামির মধ্যে ৩ জনকে দেওয়া খালাসও বহাল রয়েছে। ফলে অপরাধ সন্দেহজনকভাবে প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস পেয়েছেন ফিরোজ মিয়া, আজমত আলী ও রুহুল আমিন।

সর্বশেষ সংবাদ

অপরাধ এর আরও সংবাদ