মৃত্যুকুপ এবং জল্লাদ প্রস্তুত, স্বজনদের ডেকেছে কারা কর্তৃপক্ষ


ই-বার্তা প্রকাশিত: ১১ই এপ্রিল ২০১৭, মঙ্গলবার  | বিকাল ০৪:০৯ অপরাধ

ই-বার্তা প্রতিবেদক।। গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দি মৃত্যুদন্ডাদেশ পাওয়া আসামি জঙ্গিনেতা মুফতি আব্দুল হান্নান ও তার সহযোগী শরীফ শাহেদুল বিপুলের পরিবারকে আজ মঙ্গলবার সকালে হান্নান ও বিপুলের সঙ্গে দেখা করতে ডেকেছে কারা কর্তৃপক্ষ। কিন্তু শেষ খবর পাওয়া অবধি জানা যায়, বেলা ১২টা পর্যন্ত কারো স্বজনই কারাগারে আসেনি।
কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের সিনিয়র সুপার মো. মিজানুর রহমান আজ এক বার্তায় এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নিয়ম অনুযায়ী মুফতি হান্নান ও তার সহযোগী বিপুলের ফাঁসি যেকোনো সময় কার্যকর করা যাবে। এজন্য দুই জঙ্গির স্বজনকে দেখা করতে বলা হয়েছে।
এছাড়া কারাগারের একটি সুত্রে জানা যায়, হান্নান ও বিপুলের ফাঁসি কার্যকর করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে কারা প্রশাসন এমনকি ইতোমধ্যে কয়েক দফা মহড়াও অনুষ্ঠিত হয়েছে। ম্যানিলা রশি, মৃত্যুকুপ এবং জল্লাদ রাজুকে ফাঁসি কার্যকরের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল (শনিবার)২০০৪ সালের গ্রেনেড হামলা মামলায় মুফতি হান্নান এবং তার দুই সহযোগী বিপুল ও রিপনের ফাঁসির রায় দেন আদালত।

সর্বশেষ সংবাদ

অপরাধ এর আরও সংবাদ