ভারত ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির সবার সাথে খেলার লক্ষ পূরণ হচ্ছে আয়ারল্যান্ডের


ই-বার্তা প্রকাশিত: ১১ই এপ্রিল ২০১৭, মঙ্গলবার  | বিকাল ০৩:৩৩ ক্রিকেট

বছর দেড়েক আগে ক্রিকেট আয়ারল্যান্ড একটা লক্ষ্য হাতে নিয়েছিল। তারা চ্যাম্পিয়নস ট্রফির সব ফুল মেম্বারদের সাথে কমপক্ষে একটা করে ম্যাচ খেলবে চ্যাম্পিয়নস ট্রফির আগেই।

তাদের সেই লক্ষ্য পূরণ হচ্ছে, ইংল্যান্ড সফরে আসা পাকিস্তান ও শ্রীলংকার সাথে দুইটা করে, এবং সাউথ আফ্রিকা গিয়ে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার সাথে একটা করে ম্যাচ খেলা হয়ে গেছে।

মে মাসের ৫ এবং ৭ তারিখে প্রথম বারের মতো ইংল্যান্ড সফর করবে তারা, খেলবে লর্ডস এবং ব্রিস্টলে। তার পর বাংলাদেশ এবং নিউজিল্যান্ড এর সাথে ট্রাই নেশন।

শুধু সুযোগ পায়নি ভারতের সাথে খেলার। চেষ্টা করেছিলো গতমাসে ভারতের মাটিতে আফগানিস্তানের সাথে সিরিজ শেষে একটা ম্যাচ খেলার তবে সেটা হয়ে ওঠেনি।

এছাড়া বাড়তি হিসেবে ১৩ সেপ্টেম্বর ওয়েস্ট ইন্ডিজের সাথে একটা ওয়ানডে খেলবে যখন ওয়েস্ট ইন্ডিজ আসবে ইংল্যান্ড সফরে।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ