শুভ জন্মদিন বিলি বাউডেন


ই-বার্তা প্রকাশিত: ১১ই এপ্রিল ২০১৭, মঙ্গলবার  | বিকাল ০৩:৫৮ ক্রিকেট

বিলি বাউডেনের জন্ম নিউজিল্যান্ডে।
ক্রিকেটার হওয়ার স্বপ্নটা ভেঙে দিলো আরথ্রাইটিস নামের অসুখ। বিলি তো বসে থাকার পাত্র নন। ক্রিকেটের প্রতি ভালোবাসা তার বাড়তেই থাকলো।
নিউজিল্যান্ডের হেরাল্ড পত্রিকার এক বিজ্ঞাপন তার লাইফের ব্রেকথ্রু এনে দিল।

শরীরে আরথ্রাইটিস নিয়েও এগিয়ে গিয়েছেন।
মাঠে বিলি বাউডেন থাকা মানেই বাড়তি বিনোদন। তার ক্রুকড ফিঙ্গার অফ ডুমের জন্য তিনি বিখ্যাত। শারীরিক প্রতিবন্ধকতার কারণে আঙ্গুল সোজা করে কপিবুক স্টাইলে আউটের সিগনাল দিতে পারেন না। তাই বলে তিনি থেমে থাকেন নি। সেখানে দিয়েছেন নতুন এক মাত্রা! তার ট্রেডমার্ক ক্রুকড ফিঙ্গার অফ ডুম তো সেই কথাই বলে।

ব্যাটসম্যান চার মারার পর তার "ক্রাম্ভ সুইপিং" স্টাইলে বাউন্ডারীর সিগনাল দেয়া,কিংবা ছয় হওয়ার পরে "ডাবল ক্রুকড ফিঙার সিক্স ফেজ হপ" স্টাইলে ছয়ের সিগনাল দেওয়ার জন্য হলেও ক্রিকেটের ইতিহাসে তার নাম অনেকদিন থাকবে।

২০০৫ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার পিকনিক মুডের টি-টোয়েন্টি ম্যাচে গ্লেন ম্যাকগ্রা মজা করে আন্ডারআর্ম বল করার ট্রাই করেছিলেন। আর ঠিক তখন বিলি বাউডেন ম্যাকগ্রাকে লাল কার্ড দেখিয়েছিলেন।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ