এসি হতে পারে ক্ষতির কারন


ই-বার্তা প্রকাশিত: ২৩শে সেপ্টেম্বর ২০১৭, শনিবার  | দুপুর ০১:৩১ লাইফ

ই-বার্তা ।। প্রচন্ড গরমে যেকারো কাছেই এসি অত্যন্ত প্রিয় একটি নাম। ঘরে, গাড়িতে, ক্লাসে, অফিসে, শপিং মলে কোথায় নেই এসি। সব খানেই এসির জয় জয়কার। কিন্তু জানেন কি, এসির এই আরাম আমাদের অলক্ষ্যেই ডেকে আনছে শরীরের জন্য ভয়ানক সমস্যা। চলুন দেখে আসি এসির কারনে কি কি ক্ষতি হতে পারে।

১। অনেকক্ষণ এসিতে থাকলে আমাদের শরীরের স্বাভাবিক আর্দ্রতা কমে যায়। দেহের প্রয়োজনীয় আর্দ্রতা টেনে নেয় এসির এই বাতাস। যে কারণে দিন দিন রুক্ষ-শুষ্ক হতে থাকে ত্বক।

২। এসির ঠাণ্ডা হাওয়ার সঙ্গে ব্যাকটেরিয়া মিলেমিশে শরীরে নানা বিপদ ডেকে আনে।

৩। টানা এসিতে থাকলে অনেকেরই শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দেয়।

৪। এসির আরেক পার্শ্ব-প্রতিক্রিয়া হল এস্যার মধ্যে টানা কাজ করতে করতে অনেকেই মাত্রাতিরিক্ত ক্লান্তি অনুভব করেন।

৫। দীর্ঘক্ষণ এসিতে থাকার কুপ্রভাব পড়ে চোখেও। চোখ লাল হয়ে যাওয়া কিংবা চোখে ড্রাইনেসের মতো সমস্যায় পড়েন অনেকেই।

সর্বশেষ সংবাদ

লাইফ এর আরও সংবাদ