বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী নিহত


ই-বার্তা প্রকাশিত: ২৫শে সেপ্টেম্বর ২০১৭, সোমবার  | দুপুর ০১:১২ অপরাধ

ই-বার্তা ।। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরি সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আব্দুর রাজ্জাক (৩৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। তাকে হত্যার পর লাশ বিএসএফ নিয়ে গেছে বলে জানা গেছে।

রবিবার রাতে বাংলাদেশ সীমান্ত ডাবরির বিপরীতে ভারতের ১৭১-ফুলবাড়ি শ্রীপুরে এ ঘটনা ঘটে মৃত রাজ্জাক ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী বাদামবাড়ি সরকার বস্তি গ্রামের বাসিন্দা।

স্থানীয় এক গরু ব্যবসায়ীরা জানান, রাত ৯টার দিকে রাজ্জাক বাংলাদেশ সীমান্ত ডাবরির বিপরীতে ভারতের ১৭১-ফুলবাড়ি শ্রীপুর সীমান্তরক্ষীর (বিএসএফের) গুলিতে নিহত হন। পরে তার মরদেহ টেনেহিঁচড়ে নিয়ে যায় বিএসএফ।

এদিকে ঠাকুরগাঁও-৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. খাদেমুল বাশার বলেন, নিহত আব্দুর রাজ্জাকের শার্টের পকেটে ভারতীয় নাগরিকের পরিচয়পত্র পাওয়া গেছে। তাছাড়া তিনি ভারতের ভেতরে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

তবে হরিপুর থানার ওসি রুহুল কুদ্দুস জানান, রাজ্জাক বালিয়াডাঙ্গী বাদামবাড়ি সরকার বস্তি গ্রামের বাসিন্দা। তিনি ভারতে শ্রমিকের কাজ করতেন।

সর্বশেষ সংবাদ

অপরাধ এর আরও সংবাদ