লাল কার্ড দিয়ে শুরু হচ্ছে টাইগার-প্রোটিয়া সিরিজ


ই-বার্তা প্রকাশিত: ২৬শে সেপ্টেম্বর ২০১৭, মঙ্গলবার  | বিকাল ০৫:৪৮ ক্রিকেট

ই-বার্তা ।। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি মঙ্গলবার ঘোষণা দিয়েছে ক্রিকেট খেলায়ও লাল কার্ডের প্রচলন হতে যাচ্ছে । আগামী ২৮ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হবে বলে।

২৮ সেপ্টেম্বরই বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হতে যাচ্ছে। অর্থাৎ, টাইগার ও প্রোটিয়া সিরিজ দিয়েই শুরু হবে ক্রিকেটে লাল কার্ডের প্রচলন।

অবশ্য সময়ের হিসেবে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে লাল কার্ডের প্রচলন হতে যাচ্ছে। কেননা, একইদিন এই দুই দল টেস্ট খেলতে নামবে। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্ট শুরু হবে বাংলাদেশ সময় বেলা দুইটায়। অন্যদিকে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শুরু হবে বেলা ১২টায়।

আইসিসি বেশ কয়েকটি নতুন নিয়মের প্রচলন ঘটাতে যাচ্ছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজ দিয়ে। লাল কার্ডের পাশাপাশি অপর দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো- ব্যাটের আকার সীমিত করা এবং ডিসিশন রিভিউ সিস্টেমে পরিবর্তন।

ডিসিশন রিভিউ সিস্টেমেও পরিবর্তন এসেছে। যেটি আসন্ন দুটি সিরিজ থেকেই কার্যকর হবে। আম্পায়ার্স কলের বিপরীতে রিভিউ ডেকে কোন দল হেরে গেলে তাদের নির্ধারিত রিভিউটি নষ্ট হবে না। তবে নতুন নিয়ম অনুযায়ী, টেস্টে কোনো দল দুটির বেশি অসফল রিভিউ নিতে পারবে না। আগের নিয়ম অনুযায়ী, ৮০ ওভারের পর নতুন করে রিভিউ নিতে পারতো দলগুলো। কিন্তু এখন এক ইনিংসে সর্বসাকূল্যে দুটি অসফল রিভিউ নিতে পারবে কোনো দল। এদিকে টি-টোয়েন্টিতেও রিভিউ নিতে পারবে দলগুলো।

এছাড়া মাঠের আম্পায়ারের সঙ্গে বাজে আচরণ, সহিংসতা কিংবা হুমকি দিলে নির্দিষ্ট ওই খেলোয়াড়কে সাময়িক সময়ের জন্য কিংবা চূড়ান্তভাবে লালকার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দিতে পারবেন আম্পায়ার।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ